- অরাস সেনাট লিমোজিন গাড়ি উপহার পেলেন কিম জং-উন
- পুতিন এবং কিম জং-উনের মধ্যে ব্যক্তিগত সম্পর্কের নিদর্শন
রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনকে রুশ-নির্মিত একটি বিলাসবহুল অরাস গাড়ি উপহার দিয়েছেন। এই গাড়িটি কিমের শীর্ষ সহযোগীর কাছে পাঠানো হয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই উপহার দেওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন।
গত বছর সেপ্টেম্বরে কিম রাশিয়া সফরের সময় পুতিন তাকে স্বাগত জানিয়েছিলেন। চার বছরের মধ্যে সেটিই ছিল কিমের প্রথম বৈদেশিক সফর। ওই সফরের সময় উত্তর কোরিয়ার নেতা পুতিনের নিজস্ব অরাস সেনাট লিমোজিন গাড়ি পরিদর্শন করেন। গাড়িতে তাকে বসার আমন্ত্রণ জানিয়েছিলেন পুতিন। একে অপরকে রাইফেলও উপহার দেন তারা।
কিম জং-উনের গাড়ি সংগ্রহের শখ আছে। এমনকি তার সংগ্রহে বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ি আছে। এবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বিলাসবহুল গাড়ি কিমকে উপহার দেওয়ায় কিমের বোন রুশ প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন। তবে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, এই উপহার উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার লঙ্ঘন।