- জেনারেটিভ এআই তৈরিতে জোর দিতে ‘ওপেন সিক্রেট’ প্রকল্প বাতিল করল অ্যাপল।
- দুই হাজার কর্মীকে জেনারেটিভ এআই বিভাগে স্থানান্তরিত করলো কোম্পানি।
- ইভি প্রকল্পে কিছু সংখ্যক কর্মীকে ছাঁটাই করা হয়েছে আগেই।
- সফটওয়্যার প্রকৌশলী ও কর্মীদের নতুন প্রকল্প চালু করলো অ্যাপল।
- এআই নিয়ে ঘনিষ্ঠভাবে কাজ করা কর্মীদেরকে অন্যান্য চাকরিতে স্থান দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।
- অ্যাপলের বিদ্যুৎচালিত গাড়ি তৈরির প্রচেষ্টা শুরু হয়েছিল ২০১৪ সালে।
- টেসলা ও অন্যান্য ইভি কোম্পানির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে ‘সেলফ ড্রাইভিং’ ও ‘ইভি’ উভয় প্রকল্পেই কোম্পানিটি কয়েকশ কোটি ডলার বিনিয়োগ করেছে।
- চ্যাটজিপিটি চালু হওয়ার পর থেকে গত এক বছরে জেনারেটিভ এআই নিয়ে তেমন আগ্রহ দেখায়নি অ্যাপল।
- অ্যাপলের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলো, বিশেষ করে গুগল, মাইক্রোসফট ও স্যামসাং সকলেই নিজ নিজ জেনারেটিভ এআই প্রযুক্তি বিকাশ করে ওপেনএআইয়ের এআই চ্যাটবট চ্যাটজিপিটির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে।
- অ্যাপল তাদের নিজস্ব একটি এআই চ্যাটবট নিয়ে কাজ করছে, যেটি ব্যবহার হয়ে থাকে কোম্পানির অভ্যন্তরীণ কাজে।
- নিজস্ব ডিভাইসে জেনারেটিভ এআই যোগ করার বিষয়ে অ্যাপল বরাবরই নীরব ছিল।
- এ বছরের জুনে হতে যাওয়া ‘ডব্লিউডব্লিউডিসি’ আয়োজনে সম্ভবত নতুন জেনারেটিভ এআইভিত্তিক পণ্য দেখাবে অ্যাপল।
জেনারেটিভ এআই প্রযুক্তিতে নজর দিতে নিজেদের স্বচালিত বিদ্যুৎচালিত গাড়ি তৈরির ‘ওপেন সিক্রেট’ প্রকল্পটি বাতিল করেছে অ্যাপল। এরই পরিপ্রেক্ষিতে নিজস্ব ইভি প্রকল্পে কাজ করা দুই হাজার কর্মীর সিংহভাগকেই জেনারেটিভ এআই বিভাগে পাঠিয়েছে মার্কিন এ টেক জায়ান্ট।
আপেক্ষিকভাবে কিছু কর্মী ছাঁটাই করা হয়েছে আগেই। একইসঙ্গে সফটওয়্যার প্রকৌশলী ও কর্মীদের পাশাপাশি ‘স্পেশাল প্রজেক্টস গ্রুপ’ বা ‘এসপিজি’ নামের প্রকল্প চালু করেছে অ্যাপল, দলটি কাজ করবে জেনারেটিভ এআই প্রযুক্তি নিয়ে।
অ্যাপলের এই বিদ্যুৎচালিত গাড়ি তৈরির প্রচেষ্টা শুরু হয়েছিল ২০১৪ সালে। পাশাপাশি টেসলা ও অন্যান্য ইভি কোম্পানির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে ‘সেলফ ড্রাইভিং’ ও ‘ইভি’ উভয় প্রকল্পেই কোম্পানিটি বিনিয়োগ করেছে কয়েকশ কোটি ডলার।
অ্যাপলের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী কোম্পানি যেমন গুগল, মাইক্রোসফট ও স্যামসাং সবাই জেনারেটিভ এআই প্রযুক্তি নিয়ে কাজ করছে এবং চ্যাটজিপিটি-র সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে। অ্যাপলও এক্ষেত্রে পিছিয়ে থাকতে চায় না।
কোম্পানিটির নিজস্ব একটি এআই চ্যাটবট আছে যা অভ্যন্তরীণ কাজে ব্যবহার হয়ে থাকে। তবে নিজেদের ডিভাইসে জেনারেটিভ এআই কবে সংযোজন করবে সে সম্পর্কে অ্যাপল এখনও কিছু জানায়নি। এ বছরের জুনে হতে যাওয়া ‘ডব্লিউডব্লিউডিসি’ আয়োজনে সম্ভবত নতুন জেনারেটিভ এআই ভিত্তিক পণ্য দেখাবে অ্যাপল।