- প্রথমার্ধে বার্সেলোনা বল দখল ও আক্রমণে আধিপত্য করলেও গোল করতে পারেনি।
- বিরতিতে উজ্জীবিত বিলবাও আক্রমণ-পাল্টা আক্রমণ করলেও গোলের আগল খুলতে পারেনি।
- প্রথমার্ধেই চোট পেয়ে মাঠ ছাড়েন বার্সেলোনার মিডফিল্ডার ফ্রেংকি ডি ইয়ং ও পেদ্রি।
- দ্বিতীয়ার্ধেও উভয় দল আক্রমণ করেও গোল করতে ব্যর্থ হয়।
- ম্যাচটি গোলশূন্য ড্র হয় এবং বার্সেলোনা দুইয়ে ওঠার সুযোগ হারায়।
প্রথমার্ধে বল দখলের পাশাপাশি আক্রমণেও আধিপত্য করল বার্সেলোনা। তবে গোল করতে পারল না। বিরতিতে উজ্জীবিত হয়ে খেলল আথলেতিক বিলবাও। আক্রমণ-পাল্টা আক্রমণে লড়াই জমলেও গোলের আগল খুলতে পারল না দুই দলের কেউই। সমতায় শেষ হলো লড়াইটি।
বার্সেলোনার জন্য দুঃসংবাদ এলো ফ্রেংকি ডি ইয়ং ও পেদ্রির চোট। প্রথমার্ধেই চোট পেয়ে মাঠ ছাড়তে হলো এই দুই মিডফিল্ডারকে।
দ্বিতীয়ার্ধেও উভয় দল সুযোগ পেলেও কাজে লাগাতে পারল না। ম্যাচটি গোলশূন্য ড্র হওয়ায় বার্সেলোনা দুইয়ে ওঠার সুযোগ হারালো। এদিকে বার্সেলোনার জন্য অস্বস্তির কাঁটা হয়ে এলো ফ্রেংকি ডি ইয়ং ও পেদ্রির চোট।