- ১৬৮ বছরের পুরানো মিরাটের মসজিদ গুঁড়িয়ে দিলো যোগীর সরকার।
- রেল নেটওয়ার্ক সম্প্রসারণের অজুহাতে মসজিদ ভাঙার সিদ্ধান্ত।
- মুসলিম সম্প্রদায়ের সম্মতি থাকলেও ঐতিহাসিক গুরুত্বের কারণে আপত্তি ছিলো।
- যোগীর চাপে নতুন জায়গায় মসজিদ বানানোর শর্তে সম্মতি দেন মুতাওয়াল্লি।
- ১৮৫৭ সালের আগে নির্মিত মসজিদের মালিকানার দলিল মুতাওয়াল্লিদের কাছে রয়েছে।
উত্তর প্রদেশের মিরাটে ১৬৮ বছরের পুরনো মিঠানি মসজিদ গুঁড়িয়ে দিলো যোগীর সরকার। রেল নেটওয়ার্ক সম্প্রসারণের অজুহাতে মসজিদ ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে মুসলিম সম্প্রদায়ের সম্মতি থাকলেও ঐতিহাসিক গুরুত্বের কারণে মুতাওয়াল্লিরা আপত্তি জানিয়েছিলেন। পরে যোগীর চাপে নতুন জায়গায় মসজিদ বানানোর শর্তে সম্মতি দেন। মুতাওয়াল্লি হাজী সালেহিন জানান, ১৮৫৭ সালের আগে নির্মিত মসজিদের মালিকানার দলিল তাদের কাছে রয়েছে।