- ভিসি প্রফেসর ড. মুহাম্মদ মাছুদের ফেরায় ক্ষুব্ধ কুয়েতের শিক্ষার্থীরা
- ১৮ ফেব্রুয়ারির হামলার প্রতিবাদে ৬ দফা দাবি তুলেছে তারা
- আল্টিমেটাম না মেনে ভিসির বাসভবনে ফেরায় বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে
সোমবার সকাল সাড়ে ১০টার মধ্যে বাসভবন ত্যাগের আল্টিমেটাম দিয়েছে কুয়েটের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, বিবৃতিতে বলা হয়, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা কুয়েটের শিক্ষার্থীদের ওপর চাপাতি, রামদা ও পিস্তল দিয়ে নৃশংস হামলা চালিয়েছে। তার প্রতিবাদে কুয়েটের সকল শিক্ষার্থীরা ৬ দফা দাবি উত্থাপন করেছে। তবে আল্টিমেটামের পরেও তাদের দাবি পূরণ না হওয়ায় ভিসিকে বর্জন করা হয়েছে।
শিক্ষার্থীরা জানিয়েছে, তালা ভেঙে ভিসিসহ কয়েকজন অজ্ঞাত ব্যক্তি বাসভবনের ভেতরে অবস্থান করছে। তারা বলছে, আমরা স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি, মাসুদ স্যার আমাদের ভিসি নন। আমরা তাকে ভিসি হিসেবে বর্জন করেছি। তাই মাসুদ স্যার ভিসির বাসভবনে ঢুকতে পারবেন না। ভিসি বাসভবনে যারা অবস্থান করছে, ভিসিসহ তাদের বেরিয়ে যাওয়ার জন্য ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ সকাল সাড়ে ১০ পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। এরপরে আবার ভিসি বাসভবনে তালা লাগানো হবে। আমরা আমাদের নতুন ভিসির জন্য ভিসি বাসভবন সংরক্ষণ করব।
তারা আরও জানিয়েছে, যেহেতু ভিসিকে বর্জন করা হয়েছে, সেহেতু তার নিয়োগ করা তদন্ত কমিটিকে তারা গ্রহণ করছে না।