- মোহাম্মদপুরে যৌথ বাহিনীর সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে।
- এ ঘটনায় দুই সন্ত্রাসী নিহত হয়েছে।
- ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।
- এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
রাজধানীর মোহাম্মদপুরে যৌথ বাহিনীর সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে মোহাম্মদপুর-বসিলা রোডের চাঁদ উদ্যান/৪০ ফিট এলাকার লাউতলায় এ ঘটনা ঘটে। নিহত দুজনের পরিচয় এখনও জানা যায়নি। ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক ও একটি রিভলভার ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় যৌথ বাহিনীর কেউ গুলিবিদ্ধ হয়নি। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে বিকট গুলির শব্দ শোনা যায়।