পাকিস্তানে ক্রিকেট উৎসব

  • পাকিস্তানে ক্রিকেট উৎসবের আনন্দে মাতাচ্ছে দেশবাসী
  • ২৯ বছর পর বিশ্বপর্যায়ের টুর্নামেন্ট ফিরল পাকিস্তানে
  • অধিনায়ক বলেছেন, এক মাস উৎসব করুন
  • পাকিস্তানের লক্ষ্য ফাইনালে পৌঁছানো
  • হাইব্রিড মডেলে আসর আয়োজন করছে পাকিস্তান

একসময় ব্যর্থ হবে মনে হলেও নানা নাটকীয়তা ও বিতর্কের পর অবশেষে পাকিস্তানে শুরু হয়েছে ক্রিকেট উৎসব। চ্যাম্পিয়ন্স ট্রফির ছবিতে সেজেছে বিলবোর্ড, স্টেডিয়াম হয়েছে জনাকীর্ণ। পাকিস্তানের অধিনায়ক বলেছেন, এক মাস ধরে উৎসব করুন।

২৯ বছরের দীর্ঘ অপেক্ষার পর আজ ফিরেছে বিশ্ব পর্যায়ের টুর্নামেন্ট। ১৯৯৬ বিশ্বকাপের পর আবার পাকিস্তানে ফিরল এই উল্লাস। অধিনায়ক চান দেশবাসী এই ঐতিহাসিক মুহূর্তে আনন্দ উপভোগ করুক। কিছু বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফি ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে হতাশা কাটিয়েছে পাকিস্তান।

এবারও পাকিস্তানের লক্ষ্য ফাইনালে পৌঁছানো। চ্যাম্পিয়নদের অধিনায়ক নিজেদের ক্রিকেটীয় ক্ষমতার উপর আত্মবিশ্বাসী। তিনি বলেন, দেশের জন্য ও জনগণের জন্য সেরাটা দিতে মাঠে নামব। গত কয়েক বছরে দুটি বিশ্বপর্যায়ের টুর্নামেন্টের ফাইনাল খেলেছি কিন্তু ট্রফি জিততে পারিনি। এবার জয়ের পালা।

হাইব্রিড মডেলে এবারের আসর আয়োজন করছে পাকিস্তান। ভারত তাদের ম্যাচ খেলবে দুবাইয়ে। পাকিস্তান তাদের গ্রুপে লড়বে বাংলাদেশ, ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে। তিন ম্যাচের দুটিতে জিততে পারলে সেমিফাইনালের দরজা খুলবে। ৯ মার্চ ফাইনালে মাঠে নামবে দুই দল। যদি ভারত উঠে তবে খেলাটি হবে দুবাইয়ে, নয়তো পাকিস্তানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *