- জামায়াতের সাবেক সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি পুনরায় তুলেছেন ডা. শফিকুর রহমান।
- অন্তবর্তীকালীন সরকারের বৈষম্যহীনতা বজায় রাখতে ব্যর্থতায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
- জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফিরিয়ে দিতে হবে বলেও দাবি জানিয়েছেন।
- রাজপথে গণতান্ত্রিক আন্দোলন চালানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
- ফ্যাসিবাদের পতন অবধারিত বলে মন্তব্য করেছেন।
আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিহিংসার শিকার জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে আওয়ামী লীগ বিচারিক হত্যা করেছে। যখন দলের ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেলের দায়িত্ব পালন করছেন এটিএম আজহারুল ইসলাম, তখন আওয়ামী লীগ তাকে আটক করে মিথ্যা মামলা দিয়ে বিগত ১৩ বছর কারাগারে বন্দি করে রেখেছে। জামায়াতে ইসলামী এক আল্লাহ ব্যতিত কাউকে ভয় করে না। কারো কাছে মাথানত করে না। জামায়াতে ইসলামী সকল অপশক্তি ও ফ্যাসিবাদের নিপাত করতে জানে। তিনি জনতার উদ্দেশ্যে প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমাদের যুদ্ধ-সংগ্রাম চলছে এবং চলবে ইনশাআল্লাহ। এটিএম আজহারুল ইসলাম সহ জুলুমের শিকার সকল রাজনৈতিক নেতৃবৃন্দ ও ছাত্র-জনতার নামে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দায়ের করা সব মামলা বাতিল করতে হবে।