- কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৪ দশক পূর্তি উপলক্ষে পোস্টারিং বামপন্থী ছাত্র সংগঠনের।
- শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে পোস্টারিং নিয়ে।
- প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে পোস্টার লাগানো হয়েছে বলে অভিযোগ।
- ছাত্রদের রাজনীতি না করলে দেশ কে চালাবে, প্রশ্ন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের।
- প্রক্টর ভারপ্রাপ্ত পোস্টার উঠানোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।
গত ০৮ আগস্ট কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সকল ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধ করে প্রশাসন। কিন্তু সামাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (বাসদ) তাদের চার দশক পূর্তির উপলক্ষে ক্যাম্পাসের ভেতরে পোস্টারিং করেছে। এতে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। পোস্টারে দেখা যায়, সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে এবং ব্যবসায় শিক্ষা অনুষদের দ্বিতীয় তলায় পোস্টার লাগানো হয়েছে। এসব পোস্টারে বলা হয়েছে, “ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা অগণতান্ত্রিক”।
শিক্ষার্থীদের মধ্যে একজন নাঈমুর রহমান বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধের পরও এই পোস্টারিং শিক্ষার্থীদের উদ্বিগ্ন করে তুলেছে। তাই প্রশাসনকে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করার আহ্বান জানাচ্ছি।”
বাসদের সমন্বয়ক আবদুর রাজ্জাক ছাত্ররাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, “ছাত্ররাই দেশ চালাচ্ছে। ছাত্ররা রাজনীতি না করলে কারা করবে? নিরক্ষররা? ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা অগণতান্ত্রিক। ছাত্রদেরই রাজনীতি করতে হবে।”
প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. নাহিদা বেগম জানিয়েছেন, “ওরা পোস্টার লাগিয়েছে, আমরা এটা নিয়ে বসেছি। শহরে যিনি কেন্দ্রীয় দায়িত্বে রয়েছেন তাকে ফোন দেয়া হয়েছে। পোস্টার ওঠানোর জন্য সিকিউরিটি পাঠিয়ে দিয়েছি।”