পবিত্র শবে বরাত পালন হবে আজ

  • ১৪ ফেব্রুয়ারি রাতে শবে বরাত পালন হবে পুরো দেশে
  • এ উপলক্ষে আগামী শনিবার সরকারি ছুটি ঘোষণা
  • প্রধান উপদেষ্টা বাণীতে মুসলমানদের শুভেচ্ছা জানান
  • ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মুকাররম মসজিদে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন

আজ (১৪ ফেব্রুয়ারি) রাতে সারা দেশে পবিত্র শবে বরাত পালন করা হবে। এ উপলক্ষে আগামী শনিবার (১৫ ফেব্রুয়ারি) সরকারি ছুটি থাকবে।

প্রধান উপদেষ্টা টেলিভিশনে দেওয়া এক বাণীতে শবে বরাতের শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘এই মহিমান্বিত রাতে আমরা ইবাদত-বন্দেগির মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। অর্জন করতে পারি তাঁর অসীম রহমত, বরকত, নাজাত ও মাগফিরাত।’

পবিত্র শবে বরাতে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম মসজিদে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে নামাজ, দোয়া মাহফিল, পবিত্র কোরআন তেলায়াত ও মিলাদ মাহফিল হবে।

এছাড়া নানা মসজিদে ও ঘরে ঘরেও মুসলমানরা নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির ও দোয়ার মধ্যে দিয়ে এই রাতটি পালন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *