বিশ্ব ইজতেমা: শবে বরাতে কয়েক লক্ষ ধর্মপ্রাণ মুসলিম একত্র হবে

  • দ্বিতীয় দফার ইজতেমায় বয়ান করবেন মাওলানা হারুন।
  • শবে বরাতে ইজতেমা ময়দানে জড়ো হবেন কয়েক লক্ষ মুসল্লি।
  • ইজতেমার প্রথমবার শবে বরাত পালিত হবে একসঙ্গে

বিশ্ব ইজতেমার ইতিহাসে প্রথমবার শবে বরাত ও বিশ্ব ইজতেমা একসঙ্গে পালিত হতে যাচ্ছে। মহান রাতে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমার ময়দানে একত্রিত হবেন দেশ-বিদেশের কয়েক লক্ষ মুসল্লি। রমজানের আগমনী বার্তা বহনকারী পবিত্র শবে বরাতে আল্লাহর সান্নিধ্যে সাধনায় মগ্ন হবেন তারা। দেশের সর্ববৃহৎ জুমার নামাজ ও নফল ইবাদতের মাধ্যমে মহান রাব্বুল আলামিনের নৈকট্য লাভের আশায় মোনাজাত করবেন।

আজ বৃহস্পতিবার আসরের নামাজের পর পাকিস্তানের আহলে শূরা মাওলানা শায়খ হারুন কোরাইশির বয়ানের মধ্য দিয়ে ইজতেমার মূল বয়ান শুরু হবে। ইতিমধ্যে ইজতেমার ময়দানে ভারতের নিজামুদ্দিন বিশ্ব মারকাজ ও পাকিস্তানের শীর্ষ মুরুব্বিগণ উপস্থিত হয়েছেন। বিশ্ব ইজতেমার এ পর্বে অংশ নিচ্ছেন তাবলীগ জামাতের বিশ্ব আমীর মাওলানা মোহাম্মদ সা’দ কান্ধলভীর অনুসারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *