- শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে।
- দুই যুবক মোটরসাইকেলে এসে একাধিক গুলি ছোঁড়ে।
- আহত ছাত্রকর্মী মোঃ মোবাশ্বের (২৫) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা শাখার কর্মী।
- ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মোবাশ্বেরের ডান হাতে আঘাত।
- তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
গত শনিবার সন্ধ্যায় গাজীপুরে দুর্বৃত্তদের গুলিতে এক ছাত্রকর্মী আহত হয়েছেন। আহত ছাত্রকর্মী মোঃ মোবাশ্বের (২৫) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা শাখার কর্মী। ঘটনার দিন শনিবার সন্ধ্যায় মোবাশ্বের ও তার সহযোগীরা গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করছিলেন। এ সময় দুই যুবক মোটরসাইকেলে এসে একাধিক গুলি ছোঁড়ে। গুলিবিদ্ধ হয়ে মোবাশ্বেরের ডান হাতে আঘাত। তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।