- ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীর বাড়িতে আগুন
- বাড়িটি পুড়ে ছাই হয়েছে
- কুরআন ও জমজমের পানির বোতল অক্ষত
শনিবার দুপুরে ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীর বাড়িতে আগুন লেগেছে। আগুনে বাড়িটি পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে। তবে ঘরের মধ্যে থাকা দুটি পবিত্রগ্রন্থ কুরআন ও সৌদি আরব থেকে নিয়ে আসা জমজমের পানির বোতল অক্ষত অবস্থায় পাওয়া গেছে।
কেয়ারটেকার হালিমা বেগম জানিয়েছেন, ঘরের আসবাবপত্রসহ সব পুড়ে ছাই হয়ে গেলেও দুটি কুরআন ও ৫ লিটার বোতলে থাকা জমজমের পানি অক্ষত অবস্থায় পাওয়া গেছে।