ঢাকায় অপহরণের পর মুক্তিপণ আদায়ের ঘটনায় সাতজন গ্রেপ্তার

  • ধানমন্ডির স্কুলের এক শিক্ষার্থীকে অপহরণের ঘটনায় গাড়িচালকসহ সাতজন গ্রেপ্তার
  • গাড়িচালক কামরুল হাসান ও তার ভগ্নিপতি আবদুল্লাহ আল মামুন অপহরণের পরিকল্পনাকারী
  • অপহরণের পর ১৪ লাখ টাকা মুক্তিপণ আদায় করা হয়
  • অপরাধীরা বিভিন্ন জায়গায় ব্যক্তিগত বা কোন প্রতিষ্ঠানে চাকুরি দিয়ে অপরাধ করত

ঢাকার ধানমন্ডির মাস্টারমাইন্ড স্কুলের এক শিক্ষার্থীকে অপহরণের পর মুক্তিপণ আদায়ের ঘটনায় গোয়েন্দা পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে গাড়িচালক কামরুল হাসান ও তার ভগ্নিপতি আবদুল্লাহ আল মামুন অপহরণের পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত হয়েছে।

ঘটনার দিন সকালে স্কুলের সামনে পৌঁছামাত্র মোটরসাইকেলে আসা অপহরণকারীরা অস্ত্রের ভয় দেখিয়ে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণে নেয় এবং চালক ও শিক্ষার্থীকে নিয়ে সাভারের গেন্ডায় চলে যায়। পরে শুধু প্রাইভেট কারটি বসিলা ব্রিজের কাছে ওয়াশপুরে রাস্তার উপর চাবিসহ রেখে যায়।

অপহরণের পর অপহরণকারীরা দেড় কোটি টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা না দিলে দুইজনকেই হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়। ওই দিনই সমঝোতা করে ১৪ লাখ টাকা অপহরণকারীদের হাতে তুলে দিলে বিকালের দিকে চালক ও শিক্ষার্থী মুক্তি পান।

গ্রেপ্তারকৃত সাতজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। অপরাধীরা বিভিন্ন জায়গায় ব্যক্তিগত বা কোন প্রতিষ্ঠানে চাকুরি দিয়ে অপরাধ করত।

ডিএমপির গোয়েন্দা প্রধান হারুন বলেন, মামুনের একটি বড় সিন্ডিকেট রয়েছে। তিনি নানা ধরনের অপরাধের সঙ্গে সম্পৃক্ত। তার দলের অধিকাংশই গাড়িচালক।

ধানমন্ডির এ শিক্ষার্থী অপহরণের ঘটনায় মামুন তার শ্যালক কামরুলকে ব্যবহার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *