- চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দুর্ঘটনা
- প্রবাসী নুরুল ইসলাম নিহত, আরও দুইজন আহত
- মাইক্রোবাসের চালক পলাতক, মাইক্রোবাস জব্দ
শনিবার দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বেড়িবাঁধের সিপাইকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন জানান, দুপুরে একটি অটোরিকশা চাঁদপুর শহরে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী নুরুল ঘটনাস্থলেই মারা যান এবং আরও দুই যাত্রী আহত হন। আহতরা হলেন মফিজুল ইসলাম ও মো. আলী আকবর।
নিহত নুরুল ইসলাম সৌদি আরবপ্রবাসী ছিলেন। স্বজনদের বরাতে ওসি জানান, এক মাস আগে দেশে ফিরেছিলেন নুরুল। মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক।