- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডিভাইডার পার হতে ৫ টাকা নিচ্ছে কেউ কেউ
- কাঁচপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গেলে কাউকে পায়নি
- নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তর আনসার দিয়ে আগেও মই জব্দ করেছে
ফেসবুকে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডিভাইডার মই দিয়ে পার হচ্ছেন সাধারণ যানবাহন। শিমরাইল মোড়ের জনপথ অধিদপ্তর অফিসের সামনে কয়েকজন মিলে যাত্রীদের মই দিয়ে ডিভাইডার পার করে ৫ টাকা করে নিচ্ছেন।।
সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ব্রিজ থেকে কুয়েতপ্লাজা এলাকা পর্যন্ত ডিভাইডারে মই বাধিয়ে যাত্রীদের পার করানো হচ্ছে। ফলে গত দুই মাস ধরেই যাত্রীরা এভাবেই ঝুঁকি নিয়ে পার হচ্ছেন।
কয়েকজন অসাধু পরিবহণ শ্রমিক ডিভাইডারের দুই পাশে মই টাঙিয়ে টাকার বিনিময়ে যাত্রীদের পার হতে সাহায্য করছে।
কাঁচপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে পায়নি। তবে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস জানান, আগেও একাধিকবার এভাবে মই বসিয়ে যাত্রী পারাপার করা হয়েছিল। পরে মইগুলো জব্দ করা হয়েছে।
পুলিশ ও সওজের পক্ষ থেকে পরিবহণগুলোকে সার্ভিস লেন ব্যবহারের নির্দেশ দেওয়া হলেও তা তারা মানছে না।