- সরকার মিথ্যে তথ্য ও খবরে জনমনে বিভ্রান্তি বন্ধে আইন করবে।
- নতুন আইনের মাধ্যমে সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব করা হবে না।
- সরকার চিনিকলগুলোকে বহুমুখীকরণের পদক্ষেপ নিচ্ছে।
সরকার মিথ্যে তথ্য ও খবরে জনমনে বিভ্রান্তি বন্ধে আইন করবে। রোববার জাতীয় সংসদে এক প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী আনিসুল হক এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, কিছু আইন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাধ্যমে এই সংসদে আসবে। তার মাধ্যমে নিয়ন্ত্রণ নয়; মিথ্যে তথ্য ও মিথ্যে খবর দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা যাতে বন্ধ করা যায়, সে ব্যবস্থা সরকার নেবে। নতুন আইনের মাধ্যমে মিথ্যে তথ্য এবং মিথ্যে খবর দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা যাতে বন্ধ করা যায়, সে ব্যবস্থা সরকার নেবে।
তবে সরকার কোনোভাবেই সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব করবে না। বৈশ্বিক কারণে বাজারে অস্থিরতা থাকায় দেশে চিনি আমদানি করতে হচ্ছে। দেশে ১৭টি চিনিকল রয়েছে। তার কাঁচামাল ইক্ষু উৎপাদন করতে প্রায় ১২ মাস লাগে। জমিদারির মত চিনিকলগুলো বোঝা হয়ে যাবে না, সেগুলোকে বহুমুখীকরণের জন্য সরকার পদক্ষেপ নিয়েছে।