- টপবাজ গ্রুপ, গ্যাং স্টার প্যারাডাইস, বয়েস হাই ভোল্টেজসহ বেশ কয়েকটি কিশোর গ্যাং গ্রুপের ৫০ জন সদস্য গ্রেপ্তার
- অভিযানে ১৭টি চাকু, ৫টি বড় ছোড়া, ১টি সুইচ গিয়ার চাকু, ১টি ছুরি, ১টি চাপাতি, ১টি চাইনিজ কুড়াল ও ১টি ইলেক্ট্রিক শক দেওয়ার মেশিন উদ্ধার করা হয়
- গত এক বছরে ৩৪৯ জন কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে
র্যাবের অভিযানে ঢাকার কেরানীগঞ্জ ও যাত্রাবাড়ী এলাকায় টপবাজ গ্রুপ, গ্যাং স্টার প্যারাডাইস, বয়েস হাই ভোল্টেজ, দে-দৌড়, হ্যাচকা টান ও বুস্টার গ্রুপসহ বেশ কয়েকটি কিশোর গ্যাং গ্রুপের ৫০ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১৭টি চাকু, ৫টি বড় ছোড়া, ১টি সুইচ গিয়ার চাকু, ১টি ছুরি, ১টি চাপাতি, ১টি চাইনিজ কুড়াল ও ১টি ইলেক্ট্রিক শক দেওয়ার মেশিন উদ্ধার করা হয়েছে।
র্যাবের এই অভিযানের মূল লক্ষ্য ছিল কিশোর গ্যাং কালচার নির্মূল করা। সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাং কালচার সারা দেশেই ভয়াবহ আকার ধারণ করেছে। কিশোররা নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। সময়ের সঙ্গে তাদের অপরাধের ধরণও পাল্টে যাচ্ছে। এরা এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, চুরি, ছিনতাই, মাদক ব্যবসা ও নাশকতা থেকে শুরু করে হত্যাসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে।
গত এক বছরে বিভিন্ন অপরাধে ৩৪৯ জন কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। র্যাবের অভিযান ও গোয়েন্দা নজরদারী অব্যহত থাকবে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৫ জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক, অস্ত্র, ধর্ষণ ও হত্যা চেষ্টাসহ একাধিক মামলা রয়েছে।