- বজ্রপাতে বিদ্যুতের তার ছিঁড়ে ঘরে পরে
- আহত এক শিশুকে সিলেটের হাসপাতালে ভর্তি
মঙ্গলবার ভোরে মৌলভীবাজারের জুড়ি উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের দক্ষিণ গোয়ালবাড়ি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে তাদের টিনের ঘরের চালে পড়ায় ঘটনাস্থলিতেই প্রাণ হারিয়েছেন ফয়জুর রহমান (৫০), তার স্ত্রী শিরি বেগম (৪৫), তাদের মেয়ে সামিয়া (১৫), সাবিনা (৯) এবং ছেলে সায়েম উদ্দিন (৭)। পরিবারের আরেক সদস্য, তাদের মেয়ে সোনিয়া আক্তার (১২) গুরুতর আহত অবস্থায় উদ্ধার হয়েছে এবং তাকে সিলেটের এম এ জি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য এমদাদুল ইসলাম চেীধুরী জানান, ফয়জুর রহমান একজন বাক প্রতিবন্ধী এবং তার টিনের ঘরের উপর দিয়ে পল্লী বিদ্যুতের লাইনটি অবস্থিত ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বজ্রপাতের ফলে লাইনটি ছিঁড়ে ঘরের চালে পড়ে এবং ঘরের ভিতরে উপস্থিত পরিবারের সদস্যরা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মক আঘাতপ্রাপ্ত হন।
এই ঘটনায় জুড়ি উপজেলার মানুষের মধ্যে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, এবং ঘটনার সঠিক কারণ নির্ণয়ের জন্য তদন্ত চলছে।