- আওয়ামী লীগ নেতা খুনে ইউপি চেয়ারম্যানসহ ৭৫ জনের বিরুদ্ধে মামলা।
- ঘটনায় একজন গ্রেপ্তার, আসামি ৪৯ জনের নাম উল্লেখ, অজ্ঞাত পরিচয় ২৫ জন।
হিজলা উপজেলায় আওয়ামী লীগ নেতা খুনের ঘটনায় পুলিশ একটি মামলা দায়ের করেছে। মামলায় ধুলখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন ঢালীসহ ৪৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ২৫ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির নাম আমির হোসেন।
মামলার বাদী জামাল মাঝির স্ত্রী জানান, ১৫ মার্চ রাতে মেঘনা নদীর তীরে মাছ ঘাটে ছিলেন তার স্বামী। সকালে বাড়ি ফেরার পথে আসামিরা তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে চলে যায়।
হিজলা থানার ওসি জানান, হত্যার ঘটনায় আমির হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলায় বলা হয়েছে, জামাল মাঝি স্থানীয় সংসদ সদস্য পঙ্কজ নাথের অনুসারী। আসামিরা অন্যজনের অনুসারী হওয়ায় তাদের সঙ্গে দীর্ঘদিন ধরে জামাল মাঝির বিরোধ ছিল। কিছুদিন আগে জামাল মাঝির ঘর পুড়িয়ে দেওয়ার পাশাপাশি তাকে মারধর করা হয়।
এই ঘটনার পর জামাল মাঝি মামলা করলে তার ওপর ক্ষিপ্ত হয়ে আসামিরা তাকে হত্যার পরিকল্পনা করেন।
মামলার বাদী জানান, হামলাকারীরা তার স্বামীর বুক ও পেটের সাত স্থানে জখম করে। এ ছাড়া পিটিয়ে তার পা ভেঙে দেয়।
হত্যার ঘটনায় এখন পর্যন্ত একজন গ্রেপ্তার হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে।
উল্লেখ্য, হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থলে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।