- হিরো আলম দুটি বাংলা সিনেমায় অভিনয় করছেন।
- সিনেমা দুটির নাম ‘নীলে গেম’ ও ‘মিয়া ভাই’।
- হিরোর সহশিল্পী কলকাতার অভিনেত্রী অনামিকা সাহা।
- পরিচালক জামাল উদ্দিন।
- হিরো আশা করেন, দুই বাংলার দর্শক সিনেমা দুটি পছন্দ করবেন।
হিরো আলম কলকাতায় গিয়ে দুটি সিনেমায় অভিনয় করছেন। সিনেমা দুটির নাম ‘নীলে গেম’ ও ‘মিয়া ভাই’। পরিচালক জামাল উদ্দিন। ‘নীলে গেম’ সিনেমায় হিরোর সহশিল্পী কলকাতার অভিনেত্রী অনামিকা সাহা। হিরো ফেসবুকে অনামিকা সাহার সঙ্গে শুটিংয়ের ছবি পোস্ট করেছেন।
হিরো জানিয়েছেন, ‘অনামিকা দিদিসহ অনেক গুণী শিল্পী আমার নতুন দুটি সিনেমায় কাজ করছেন। এখন কলকাতায় শুটিং চলছে। পরিচালক জামাল উদ্দিন ভাই খুব সুন্দর গল্প বাছাই করেছেন। আমার নতুন দুই সিনেমাই দুই বাংলার দর্শক পছন্দ করবেন আশা করি।’
বেশ কয়েক বছর আগে ইউটিউবে গানের ভিডিওর মডেল হিসেবে আলোচনায় আসেন হিরো। পরে নিজেও গান গেয়ে সমালোচিত হন। রাজনীতিতেও জড়িয়েছেন হিরো, তবে ভোটের মাঠে সুবিধা করতে পারেননি। তবে সব মিলিয়ে, হিরো আলম বারবার সংবাদ শিরোনামে আসেন।