লেখক হুমায়ূন আহমেদ ঠিকই বলেছেন, পৃথিবীতে খারাপ মানুষ থাকতে পারে, কিন্তু খারাপ বাবা কেউ নন। বাচ্চাদের জীবনে বাবা একটা অটুট স্তম্ভ, নিঃশর্ত ভালবাসার উৎস। এই কথাই সত্যি করে দেখালেন নাটোরের এক ৩২ বছর বয়সী ছেলে। দীর্ঘদিনের লিভারের অসুখে ভোগা তার ৫৩ বছর বয়সী বাবাকে বাঁচাতে নিজের ৩৭% লিভার দান করেছেন তিনি।
মধ্যবিত্ত পরিবারের ছেলে জাকির হাসান জীবনের বাবা মো. বেলাল হোসেন দুঃখজনকভাবে লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন। চিকিৎসকরা জানিয়েছিলেন লিভার প্রতিস্থাপন ছাড়া আর কোনো উপায় নেই। বাবাকে হারানোর কথা ভাবতেও পারছিলেন না জীবন। তিনি দৃঢ়প্রতিজ্ঞ হয়ে লিভার দানের সিদ্ধান্ত নেন। চলতি মাসের ৪ঠা মার্চ ছেলের লিভার বাবার সাথে মিলে যায়। ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে সফল অস্ত্রোপচারের পর জীবন তার বাবাকে ৩৭% লিভার দান করে জীবন ফিরিয়ে দেন। বর্তমানে দুজনই সুস্থ আছেন। জাকির হাসান জীবনের এই অসাধারণ ভালবাসা ও ত্যাগ সকলের কাছেই অনুকরণীয় উদাহরণ হয়ে থাকল।