- ফাইরুজ অবন্তিকার আত্মহত্যায় সহপাঠী রায়হান ও সহকারী প্রক্টর দ্বীন ইসলাম গ্রেফতার
- অবন্তিকার মৃত্যুতে কুমিল্লা কোতোয়ালি থানায় মামলা দায়ের
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যা মামলায় তাঁর সহপাঠী রায়হান সিদ্দিকি আম্মান ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে তাঁদের আটক করা হয়। গ্রেফতারকৃত দুই আসামিকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
অবন্তিকার মৃত্যুর ঘটনায় কুমিল্লায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান, অবন্তিকাকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে তাঁর মা তাহমিনা বেগম মামলা করেছেন। মামলায় রায়হান সিদ্দিকি আম্মান ও দ্বীন ইসলামকে আসামি করা হয়েছে।
পুলিশের হেফাজতে থাকা রায়হান ও দ্বীন ইসলাম অবন্তিকার মৃত্যুর ঘটনায় জড়িত রয়েছেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। অবন্তিকার ফেসবুক পোস্টে ওই দুই ব্যক্তির বিরুদ্ধে যৌন হয়রানিসহ নানা ধরনের নিপীড়নের অভিযোগ করা হয়েছে।
এর আগে আজ শনিবার দুপুরে শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাদী হয়ে মামলা করতে ও অভিযুক্তদের গ্রেপ্তারে ১২ ঘণ্টা সময় বেঁধে দেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং মামলায় অভিযুক্তদের গ্রেফতার করে।
ফাইরুজ সাদাফ অবন্তিকা বিশ্ববিদ্যালয়টির আইন বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে ফেসবুকে একটি পোস্ট দিয়ে কুমিল্লা শহরে নিজেদের বাড়িতে আত্মহত্যা করেন তিনি।