টি-টোয়েন্টি ম্যাচে হাড়ে হাড়ে লড়াইয়ে হেরে গেল বাংলাদেশ

  • মাহমুদউল্লাহর অর্ধশতক ও জাকের আলির ব্যাটিংয়ে কাছাকাছি এসেও শেষ ওভারের শেষ বল পর্যন্ত লড়াই করেও 3 রানে হেরে গেল বাংলাদেশ।
  • শ্রীলঙ্কার চারিথ আসালাঙ্কার ছক্কার বন্যায় ১৭০ এর টার্গেটও অপর্যাপ্ত হয়ে যায়।

একদিকে দেড় বছর পর টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ খেলতে ফিরেছেন মাহমুদউল্লাহ; আর একদিকে জাতীয় দলে প্রথম সুযোগ পেয়েছেন জাকের আলি। দুজনের বীরত্বেই পাহাড় সমান লক্ষ্য সামনে রেখেও ম্যাচের শেষ ওভারে হাতের কাছে এসেও হেরে যেতে হলো বাংলাদেশকে।

সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার দেওয়া ২০৭ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশের শুরুটাই ছিল খারাপ। প্রথম ওভারেই ব্যাটের কানায় লেগে বাউন্ডারিতে রান তোলার পর দ্বিতীয় বলেই ক্যাচ দিয়ে বিদায় নেন লিটন কুমার দাস। সৌম্য সরকার ও তাওহিদ হৃদয়ের ছটফটানি ইনিংসের পর শান্তর অস্বস্তিকর উপস্থিতির অবসান ঘটে মাত্র ২০ রানের ব্যবধানে। এরপর মাঠে নামা মাহমুদউল্লাহর জোরালো ব্যাটিংয়ের দাপটে ম্যাচে ফিরে আসতে শুরু করে বাংলাদেশ। প্রথম বলেই ছক্কা মেরে ইনিংস শুরু করেন মাহমুদউল্লাহ, এবং শেষ পর্যন্ত 27 বলে অর্ধশতক পূরণ করেন তিনি। এরপর জাকের আলি তার অভাবনীয় ব্যাটিং দক্ষতা প্রদর্শন করেন। তিনি কেবল 16 বলেই 43 রান করেন।

ম্যাচের শেষ ওভারে বাংলাদেশের জয়ের জন্য 12 রানের দরকার ছিল। শ্রীলঙ্কার হয়ে দাসুন শানাকা শেষ ওভারটি বোলিং করেন। তার প্রথম বলেই রানআউটের শিকার হন রিশাদ হোসেন। এরপর 3য় বলে ক্যাচ দেওয়ার পর ছক্কা মারার চেষ্টা করেন জাকের, কিন্তু ব্যর্থ হন। পরের বলে শরিফুল ইসলাম চার রান করলেও শেষ দুটি বলে দলে জয় এনে দিতে পারেননি বাংলাদেশ। ম্যান অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ড পান শ্রীলঙ্কার চারিথ আসালাঙ্কা, যিনি দলের সর্বোচ্চ 44 রান করেন মাত্র 21 বলে। এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল শ্রীলঙ্কা।

শর্ট স্কোর –

শ্রীলঙ্কা – 20 ওভারে 206/3 (আসালাঙ্কা 44, সামারাউইক্রামা 61, কুসাল মেন্ডিস 59)

বাংলাদেশ – 20 ওভারে 203/8 (মাহমুদউল্লাহ 54, জাকের আলি 68, সৌম্য সরকার 12)

ফলাফল – শ্রীলঙ্কা 3 রানে বিজয়ী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *