মেঘনা ও তেঁতুলিয়া নদীর অভয়াশ্রমে দুই মাস মাছধরা নিষেধ

  • ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মেঘনা ও তেঁতুলিয়া নদীর অভয়াশ্রমে মাছ ধরা নিষিদ্ধ
  • নিষেধাজ্ঞা অমান্য করলে এক থেকে দুই বছর পর্যন্ত কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা
  • মৎস্যজীবীদের মাছ ধরা থেকে বিরত রাখতে ৪০ কেজি করে চাল দিচ্ছে সরকার

ইলিশের উৎপাদন বাড়াতে মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত দুটি অভয়াশ্রমে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এসব অভয়াশ্রমে ইলিশসহ অন্যান্য মাছ ধরা বন্ধ থাকবে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত। এ সময় মা ইলিশ ডিম ছাড়ে এবং জাটকা ফুটে এরা পূর্ণ ইলিশে পরিণত হয়। এই দুই মাস মাছ না ধরলে ইলিশের উৎপাদন বাড়বে বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তারা।

নিষেধাজ্ঞা অমান্য করলে কমপক্ষে এক বছর থেকে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড বা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দণ্ড হতে পারে। নিষেধাজ্ঞা কার্যকর করতে রাত-দিন অভিযান চালাবে মৎস্য বিভাগ, উপজেলা প্রশাসন, পুলিশ, র‌্যাব এবং নৌ পুলিশ।

জাটকা সংরক্ষণে ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত জেলার ৮৯ হাজার ৬০০ জেলে পরিবারকে ৪০ কেজি করে চাল দিচ্ছে সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *