- মাহিয়া মাহি আর রাকিব সরকার আলাদা থাকবেন।
- মাহিয়া মাহি কাউকে সার্চ করতাছেন না।
- সোশ্যাল মিডিয়ায় কিছু লিখলেই নিউজ হয়, এটা মায়া মাহিকে কষ্ট দেয়।
মাহিয়া মাহি একজন জনপ্রিয় শিল্পী। তাঁর জীবন নিয়ে সবসময়ই মানুষের আগ্রহ থাকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কয়েকটি স্ট্যাটাসের জন্য তিনি আলোচনায় এসেছেন। সবাই ভাবতে শুরু করেছেন, নতুন করে জীবন শুরু করতে চান তিনি। কিন্তু এ ব্যাপারে মায়া মাহির কথা হচ্ছে, তিনি কাউকেই খুঁজছেন না। এসব স্ট্যাটাস তার মনের ভাব প্রকাশের জন্য, আর কিছু নয়।
মাহি বলেন, ‘আমি একজন শিল্পী মানুষ। আমার মনের ভাবনা প্রকাশ করার জন্য সোশ্যাল মিডিয়াকেই ব্যবহার করি। সেটা নিয়ে নিউজ করলে খারাপ লাগে।’
তিনি আরও বলেন, ‘আমি এমন কিছু ফেসবুকে লিখিনি যে নিউজ হতে পারে। এসব নিয়ে কেমন কেমন হেডলাইনের নিউজ হয়, খারাপ লাগে!’
মাহিয়া মাহি সোশ্যাল মিডিয়ায় নিউজ করার আবেদন জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আপনাদের কাছে অনুরোধ, আমার স্ট্যাটাস নিয়ে কোনো নিউজ করবেন না। আমি লিখি এক রকম, নিউজ হলে দেখায় অন্য রকম।’ তিনি আরও বলেন, ‘আমি এমন কিছু ফেসবুকে লিখিনি যে নিউজ হতে পারে। এসব নিয়ে কেমন কেমন হেডলাইনের নিউজ হয়, খারাপ লাগে!’