- রাখনাইনে জান্তা বাহিনীর ৮০ সেনা নিহত বলে দাবি আরাকান আর্মির
- শহরটিতে দুই দিনের লড়াইয়ে এসব সেনা নিহত হয়েছেন
- আরাকান আর্মির দাবি, জান্তা বাহিনীর দুই ভাগ সেনা নিহত হয়েছে
- সোমবার রামরি দ্বীপ থেকে পিছু হটার সময় আরও ২০ সেনা নিহত
- শহরটিতে জান্তা বাহিনী ও বিদ্রোহীদের সশস্ত্র লড়াই শুরু হয় গত ডিসেম্বরের মাঝামাঝি
- শহরটিতে জান্তা বাহিনীর অবস্থান লক্ষ্য করে আরাকান আর্মি হামলা করার পর এ লড়াই শুরু হয়
- আরাকান আর্মির দাবি, এর পর থেকে শহরটিতে বিদ্রোহীদের অবস্থান নিশানা করে জল, স্থল ও আকাশপথে বোমা হামলা চালাচ্ছে জান্তা বাহিনী
- জান্তার হামলায় শহরটির অনেক বাড়িঘর ধসে পড়েছে, একটি হাসপাতাল এবং বিপণিবিতানও ক্ষতিগ্রস্ত হয়েছে
রাখাইনের পনাগিউন, মংডু ও বুথিডং শহরে নিয়ন্ত্রণ নিতে জান্তা বাহিনীর ওপর হামলা অব্যাহত রেখেছে আরাকান আর্মি। তারা বলছে, রাখাইনে একের পর এক এলাকা ও সেনাচৌকির নিয়ন্ত্রণ হারিয়ে জান্তা বাহিনী বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে এখন। রামরি শহরে জান্তা বাহিনী ও বিদ্রোহীদের সশস্ত্র লড়াই শুরু হয় গত ডিসেম্বরের মাঝামাঝি। শহরটিতে জান্তা বাহিনীর অবস্থান লক্ষ্য করে আরাকান আর্মি হামলা করার পর এ লড়াই শুরু হয়।
আরাকান আর্মি বলছে, এর পর থেকে শহরটিতে বিদ্রোহীদের অবস্থান নিশানা করে জল, স্থল ও আকাশপথে বোমা হামলা চালাচ্ছে জান্তা বাহিনী। জান্তার হামলায় শহরটির অনেক বাড়িঘর ধসে পড়েছে। এ ছাড়া শহরের একটি হাসপাতাল ও বিপণিবিতানও ক্ষতিগ্রস্ত হয়েছে।