- একুশে ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বইমেলায় মানুষের ঢল।
- দেশের বিভিন্ন প্রান্ত থেকে শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে বইমেলায় প্রবেশ করছেন মানুষ।
- বিকিকিনি প্রতিনিধিরা জানিয়েছেন, আজ বিক্রিবিক্রি ভালো হয়েছে, কাল আরও ভালো হবে।
- অমর একুশে বইমেলা ২০২৪-এর ২০তম দিন মঙ্গলবার নতুন বই এসেছে ৯৯টি।
- অধ্যাপক জামাল নজরুল ইসলাম একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী ছিলেন।
একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে সকাল আটটায় শুরু হয় বইমেলা। শহীদদের শ্রদ্ধা জানানোর পর অনেকেই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এসেছেন মেলায়। মেলা প্রাঙ্গণে মানুষের ভিড় বাড়ছে ক্রমশ।
মঙ্গলবার সকাল থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত চলেছে বইমেলা। পাঠক, লেখক ও প্রকাশকদের আনাগোনায় মুখরিত হয়েছে মেলা। স্টলগুলোতেও বেশ বেচাকেনা হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর ব্যাপক প্রভাব পড়েছে বইমেলায়ও। অনেকেই শ্রদ্ধা জানানোর পর সরাসরি প্রবেশ করছেন বইমেলায়। এতে দুপুরের মধ্যেই মেলাপ্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
এদিকে, বাংলা একাডেমি থেকে জানানো হয়েছে, মঙ্গলবার নতুন বই এসেছে ৯৯টি। আর বিকেল চারটায় নতুন বইয়ের আলোচনা অনুষ্ঠানে বক্তরা অধ্যাপক জামাল নজরুল ইসলামের বিজ্ঞানচর্চা, তাঁর গবেষণার পরিসর ও তাঁর জীবনযাপন নিয়ে বিভিন্ন দিক তুলে ধরেছেন।
অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেন কবি আতাহার খান, মোস্তফা কামাল, চৌধুরী শহীদ কাদের এবং ইকরামুল হাসান শাকিল। অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি রহিমা আখতার কল্পনা, বিপ্লব মুস্তাফিজ, প্রত্যয় জসীম, ফারুক আহমেদ, মনিরুজ্জামান মিন্টু, মনিরুজ্জামান রোহান এবং কাজী আনিসুল হক। আর আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী ইকবাল খোরশেদ, দেওয়ান সাইদুল হাসান, অনন্যা রেজওয়ানা, মীর মাসরুর জামান রনি, সংগীতা চৌধুরী, জিনিয়া ফেরদৌস রুনা এবং চন্দ্রিমা দেয়া।