মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতে তিন ব্যাক্তির কারাদণ্ড

হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে তিন ব্যাক্তিকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার ( ৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার( ভূমি) মো: রাহাত বিন কুতুব উপজেলার বাঘাসুরা এলাকায় অভিযান চালিয়ে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে ফসলি জমি হতে বালু মাটি উত্তোলনের দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মীর নগর গ্রামের আবুল কালাম ও সুরুক মিয়া এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের বিল্লাল মিয়াকে দশ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সহকারী কমিশনার (ভূমি) মো: রাহাত বিন কুতুব সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *