ক্যান্সার সচেতনতায় সীতাকুণ্ডে সাইকেল র্যালী অনুষ্ঠিত হয়েছে। ক্যান্সার মোকাবেলায় অঙ্গীকার সচেতনতা হোক হাতিয়ার এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে মুনীর ফাউন্ডেশন এর আয়োজনে উপজেলা পরিষদের সামনে এক আলোচনা সভা ও ক্যান্সার সচেতনতায় সাইকেল র্যালী অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কে,এম,রফিকুল ইসলাম। পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলমের সভাপতিত্বে আলোচনা সভায়
বিশেষ অতিথি ছিলেন এসিল্যান্ড মোঃ আলাউদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুর উদ্দিন রাশেদ, মৎস্য কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ আলমসহ অনেকেই।
আলোচনায় সভায় বক্ত্যরা বলেন, ক্যান্সার হচ্ছে একটি মরণব্যাধি রোগ। এটি থেকে রক্ষা পেতে আমাদের সকলকে অনেক সচেতন হওয়া প্রয়োজন। এক সময় দেখা গেছে এ রোগের ভালো কোন চিকিস্যা ছিল না। বর্তমানে এ রোগের চিকিৎস্যায় সুস্থ হচ্ছে মানুষ।