বাংলাদেশকে সহযো‌গিতা করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ : বাইডেন

প্রধানমন্ত্রী শেখ হা‌সিনাকে লেখা এক চিঠিতে বাংলাদেশের অর্থ‌নৈ‌তিক লক্ষ্য অর্জনে সহযো‌গিতা করার বিষয়ে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলে জা‌নিয়েছেন দেশ‌টির প্রেসিডেন্ট জো বাইডেন।

ঢাকার মা‌র্কিন দূতাবাস চি‌ঠি‌টি সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ে হস্তান্তর করেছে।

রোববার (৪ ফেব্রুয়ারি) দূতাবাস সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

চি‌ঠিতে মা‌র্কিন প্রেসিডেন্ট লিখে‌ছেন, যখন আমরা যুক্তরাষ্ট্র-বাংলাদেশের অংশীদারত্বের পরবর্তী অধ্যায় শুরু করছি, তখন আমি আমার প্রশাসনের পক্ষ থেকে আঞ্চ‌লিক ও‌ বৈ‌শ্বিক নিরাপত্তা, অর্থনৈ‌তিক উন্নয়ন, জলবায়ু প‌রিবর্তন, এনা‌র্জি, স্বাস্থ্য ব্যবস্থা, মা‌নবিক সহায়তা বিশেষ করে রো‌হিঙ্গা শরনার্থীদের জন্যসহ অন্যান্য বিষয়ে একসঙ্গে কাজ করতে চাই।

বাইডেন বলেন, আমাদের দীর্ঘদিনের সাফল্যমণ্ডিত ই‌তিহাস রয়েছে এবং সমস্যা সমাধানে একসঙ্গে কাজ করে‌ছি। দুই দেশের জনগণের বন্ধন আমাদের সম্পর্কের মূল ভিত্তি।

বাংলা‌দেশের অর্থনৈ‌তিক লক্ষ্য অর্জনে সহযো‌গিতার কথা উল্লেখ করে মা‌র্কিন প্রেসিডেন্ট শেখ হাসিনাকে লিখেছেন, বাংলাদেশের অর্থনৈ‌তিক লক্ষ্য অর্জনে সহযো‌গিতা করার বিষয়ে যুক্তরাষ্ট্র প্রতিশ্রু‌তিবদ্ধ। বাংলাদেশের সঙ্গে আমাদের ভাগ করা অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসি‌ফিক ভিশনের অংশীদা‌রত্বে কাজ করতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *