- আইনজীবীদের জামিন না পাওয়ায় আন্দোলনের মুখে বিচারক নূরে আলম
- বিক্ষোভের মুখে বিচারক এজলাসে উঠতে পারেননি
- সাধারণ আইনজীবীরা বিচারকের অপসারণ দাবি করছে
- আসামি পক্ষের আইনজীবী বিচারকের সঙ্গে অশোভন আচরণ করে
- বিচারক নিয়মিত আইনজীবীদের ও বিচারপ্রার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করেন
ঢাকার এক বিচারক আইনজীবীদের আন্দোলনের মুখে পড়েছেন। রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল থেকে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে এই অবস্থা চলছে। আন্দোলনের মুখে বিচারক নূরে আলম এজলাসে উঠতে পারেননি।
আদালত সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার এক আসামির জামিন নামঞ্জুর হওয়ায় আইনজীবীরা বিচারককে উদ্দেশ্য করে ক্ষোভ প্রকাশ করেন। এতে বিচারক এজলাস ত্যাগ করে খাস কামড়ায় চলে যান।
এরপর আইনজীবীরা বিক্ষোভ করেন। তারা বিচারকের অপসারণ দাবি করেন। আজকেও আন্দোলন চলায় বিচারক এজলাসে উঠেননি।
আন্দোলনকারী আইনজীবীরা অভিযোগ করেন, এই বিচারক নিয়মিত আইনজীবীদের ও বিচারপ্রার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। একজন বিচারকের কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত না।
তবে বিচারকের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।