আবেদ আলী এলাকায় শিল্পপতির পরিচয় দেন

  • সরকারি গাড়িচালক থেকে বিপুল অর্থের মালিক হলেন সাইদ আবেদ আলি।
  • প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
  • ডাসার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচনে প্রার্থী হতে চান তিনি।

মাঝারি চাকরির মানের এক সরকারি গাড়ি ড্রাইভারের বিপুল অর্থের রহস্য উদঘাটন হয়েছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক গাড়িচালক সাইদ আবেদ আলিকে প্রশ্নপত্র ফাঁসের মামলায় গ্রেপ্তার করার পর তার বিপুল অর্থের সন্ধান পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আবেদ মাদারীপুরের ডাসার উপজেলার বাসিন্দা। ৮ বছর বয়সে জীবিকার তাগিদে তিনি ঢাকায় পাড়ি জমান এবং সেখানে নানা কাজ করে জীবনধারণ করেন। পরে তিনি পিএসসিতে গাড়ি চালানোর চাকরি পান।

গত দুই বছর ধরে আবেদকে নিজ এলাকায় বেশ সরব দেখা যাচ্ছে। তিনি ডাসার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান। এজন্য তিনি দীর্ঘদিন ধরে নানাভাবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। গরিব-দুঃখীদের দানখয়রাতের পাশাপাশি পোস্টারও সাঁটিয়েছেন।

স্থানীয়রা জানান, আবেদ নিজ গ্রামে প্রায় ৬ কোটি টাকা খরচ করে বিলাসবহুল তিনতলা ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করেছেন। বাড়ির পাশে করেছেন মসজিদ। এ ছাড়া সরকারি জায়গা দখল করে তার গরুর খামার ও মার্কেট নির্মাণাধীন। উপজেলার পান্তাপাড়া ও পূর্ব বোতলা গ্রামে কিনেছেন দুই কোটি টাকার বেশি দামের জমি। তার ঢাকার মিরপুর, শ্যামলীতেও বাড়ি রয়েছে বলে শোনা যায়।

আবেদের হঠাৎ এমন উত্থান দেখে রীতিমতো হতবাক ডাসার উপজেলার আওয়ামী লীগের সভাপতি সাইদ সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, আবেদের দলীয় কোনো পদ নেই। তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত নন। শোনা যায়, তিনি ডাসার উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচন করবেন।

সাখাওয়াত হোসেন আরও বলেন, ‘আবেদ মূলত ঢাকায় থাকতেন। শোনা যায়, সরকারি গাড়ি চালাতেন। অনিয়মের কারণে তার চাকরি গেছে। পরে হঠাৎ শুনি ঢাকার বড় ব্যবসায়ী হয়ে গেছেন। মাঝেমধ্যেই এলাকায় এসে গরিব মানুষের মাঝে টাকাপয়সা বিলিয়ে, খাবার দিয়ে মানবিক কাজ করে সবার কাছে অন্যভাবে পরিচিত হতে চেয়েছিলেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *