- ফিলিস্তিন দূতাবাসের সামনে পুলিশ কনস্টেবল গুলিতে নিহত
- জাপান দূতাবাসের গাড়িচালকও গুলিবিদ্ধ হন
- হেফাজতে আরেক পুলিশ কনস্টেবল
শনিবার দিবাগত রাতে গুলশানের বিদেশি দূতাবাস এলাকায় গুলিতে ঘটনায় একজন পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন জাপান দূতাবাসের এক গাড়িচালকও। সূত্র জানায়, নিহত পুলিশ সদস্যের নাম মনিরুল ইসলাম। তিনি গুলশান থানার ডিপ্লোম্যাটিক সিকিউরিটি জোনে দায়িত্ব পালন করছিলেন।
এ ঘটনায় আরেক পুলিশ কনস্টেবল কাউসারকে হেফাজতে নিয়েছে গুলশান থানা-পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, কাউসারের এলোপাতাড়ি গুলিতে নিহত হন কনস্টেবল মনিরুল। এর পাশাপাশি জাপান দূতাবাসের একজন গাড়িচালকও গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ এখনও জানা যায়নি। তবে তদন্ত চলছে।