- মাহি ছেলে ফারিশের ১ম জন্মদিনে ৩৫ লাখ টাকার গাড়ি উপহার দিলেন।
- ফারিশের জন্মদিনে এতিমখানার শিশুদের সঙ্গে কেক কেটেছেন মাহি।
- রাকিব সরকার ফারিশের জন্মদিনে ছেলে ও মেয়েকে নিয়ে এসেছিলেন।
মাহির ছেলে ফারিশের জন্মদিনের আয়োজন
মাহি তার ছেলে ফারিশের প্রথম জন্মদিনটি বেশ আয়োজন করে পালন করেছেন। তিনি তার ছেলের জন্য ৩৫ লাখ টাকার একটি গাড়ি উপহার দিয়েছেন। সন্ধ্যায় ছেলেকে সামনে রেখে গাড়ির উন্মুক্তকরণ করেছেন মাহি।
ফারিশের জন্য বিশেষ দিন
মাহি বলেন, ‘এটি আমার সন্তানের জন্য বড় সারপ্রাইজ। যা বড় হলে বুঝতে পারবে। আমার জীবনের যত আয়োজন আছে, সবকিছুই আমার ফারিশের কাছে ছাপিয়ে গেছে। ফারিশ আমার প্রতি সেকেন্ডের অক্সিজেন। তাকে ঘিরে প্রতিদিন আমার বেঁচে থাকা, সুখ, দুঃখ, আনন্দ—সবকিছু।’
এতিমখানার শিশুদের সঙ্গে উদযাপন
ফারিশের জন্মদিনের প্রথম প্রহর শুরু হয় এতিমখানার শিশুদের সঙ্গে। মাহি বলেন, ‘রাত ১২টা ১ মিনিটে আমাদের এলাকার একটি এতিমখানায় সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ফারিশের কেক কেটেছি। ওখানে কিছুক্ষণ সময় কাটিয়েছি। দোয়ার অনুষ্ঠান করেছি।’
রাকিবের সঙ্গে ফারিশের দেখা
রাকিব সরকার ছেলে ফারিশের জন্মদিনে ছেলে ও মেয়েকে সঙ্গে করে এসেছিলেন। মাহি বলেন, ‘ফারিশের জন্য একটি স্বর্ণের চেইন, একটি ছোট গাড়ি ও পাঞ্জাবি এনেছিলেন রাকিব। প্রথমে ফারিশকে নিয়ে রাকিব কেক কাটেন। এরপর আমাদের পরিবারের সদস্যরা মিলে কেক কাটি। রাকিব ফারিশকে নিয়ে অনেকক্ষণ সময় কাটিয়েছেন।’